ব্যাট হাতে ৩২ বলে ৩৫ রান, বল হাতে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট। তবু ম্যান অব দ্যা ম্যাচ ৩৯ বলে ৫৬ রান করা অধিনায়ক কেন উইলিয়ামসন।   ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলে) হায়দারাবাদের মুখমুখি হয়েছিলো বেঙ্গালুরুর। সেই ম্যাচে জয় পায় হায়দ্রাবাদ। এই ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ৩৬ রান। অন্যন দিকে ৪ ওভার বল করে ৩৬ খরচ করে নেয় দুই উইকেট।

এমন দুর্ধান্ত খেলেও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচত হয়নি সাকিব। তার জায়গায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে অধিনায়ক কেনউইলিয়াম সন। এর প্রতিবাদে বাংলাদেশী পেসার রুবেল হোসেন আর ফেসবুকে লিখেন।

রুবেল হোসেনের ফেসবুক থেকে নেওয়া, ভারতীয় দালালরা এসব কি অসভ্য তা শুরু করেছে! গুরুত্বপূর্ণ সময় ব্যাটিং এ ৩৬ রান এবং বল হাতে বিরাট কলির  উইকেট সহ ৩৬ রানে ২ উইকেট অথচ ম্যান অফ দ্যা ম্যাচ সাকিব ভাই কে দেওয়া হয়নি!!! এর আগেও তার  অবদানে হায়দ্রাবাদ দুইটা ম্যাচ জিতেছিল! এটা কোন ধরণের অসভ্যতা ??  আমরা  কি  বাংলাদেশী বলে আমাদের সাথে এমন করা হয়,