
টেস্টে বাংলাদেশ দলের উন্নতির জন্য খুব বেশি টেস্ট খেলার দরকার বলে মনে করেন পেসার রুবেল হোসেন।
রুবেল বলেন ,’পেসারদের দুর্বলতার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম দুটি হলো ইনজুরি ও বাংলাদেশের কম টেস্ট খেলা। মাশরাফি ভাই সেই কবে ৭৮ উইকেট পেয়েছেন কিন্তু ইনজুরির কারণে আর ফিরতে পারেনি। রাজীব (শাহাদাত হোসেন) ভাই ৭২ উইকেট পেয়েছেন, তিনিও ইনজুরির কারণে আর সুযোগ পাচ্ছেন না। তবে তাদের দুইজনকে বাংলাদেশ দলের খুব বেশি দরকার।’
রুবেল আরো বলেন, ‘ আমরা তাদের পরে বা সঙ্গে শুরু করেছি তারাও নানা সময়ে ইনজুরিতে পড়ে পিছিয়ে গেছি। আরেকটা কারণ হলো, দেখেন বাংলাদেশ দল বছরে কতগুলো টেস্ট খেলে? যখন খেলে তখনতো সেরা পারফরমারদেরই সুযোগ আসে। ‘
