
আর কয়েক দিন পরেই মাঠে গড়াবে ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও ভিন্ন ভিন্ন দলের সাপোর্টারস। সাকিব যেমন আর্জেন্টিনার সাপোর্টার ঠিক তেমনিভাবে রুবেল ও ব্রাজিলের সাপোর্টার।
তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে নেইমারের একটি ছবি শেয়ার করে লিখেছেন , আমি ব্রাজিল এর সাপোর্টার।আপনারা কে কোন দলের সাপোর্ট করছেন নিচে কমেন্ট করে জানান?
রুবেলের এই ছবি পোস্ট দেওয়ার পরেই।রুবেলের ভক্তরা দুই ভাগ হয়ে গেছে। নানা মজার মজার কমেন্ট করছেন তারা।
সেখান থেকে কিছু কমেন্ট তুলে ধরা হলো।
Ashik Iqbul নামে একজন লিখেছেন, কে কোন টিমকে সাপোর্ট করবে সেটা আপনার জেনে কি লাভ ভাই । আপনি কি আদৌ মনে রাখতে পারবেন আপনার কোন ভক্ত কোন টিমকে সাপোর্ট করছে!!
Md Morshad নামে একজন লিখেছেন, ভাই, আপনি ব্রাজিল সাপোর্ট করবেন এটা কিছুতেই আশা করি নাই। আপনার সাথে আর্জেন্টিনা নামটা খুব ভালো যায়।
Md Habibur Rahman Hasan লিখেছেন,বন্ধু রুবেল আমি আর্জেন্টিনা সাপোর্টার তুমি এটা কি করলে হুম আমার বন্ধু হয়ে ব্রাজিল করছো।
md sumon নামে একজন লিখেছেন, যদি নেইমার কে জিজ্ঞাস করেন বাংলাদেশে। তো আপনার অনেক ভক্ত আছে তিনি উত্তর বলবে বাংলাদেশ আবার কিসের রাষ্ট্র জীবনে ও নাম শুনি নাই। আর যদি বস মেসি কে জিজ্ঞাস করেন বাংলাদেশী অনেক ভক্ত আপনার আছে সে বলবে আমি নিজের চোখে দেখে আইছি আমি বাংলাদেশ কে অনেক ভালোবাসি সেখানে ও আমার অনেক সৃতি মনে পড়ে। যে দেশের মানুষ আমাদের চিনে না সে দেশের সাপোট করে বোকারা তাই আর্জেন্টিনা ফিরে আসো বস।
