
আফগান সিরিজে ৪ পেসার রুবেল,রাহি,রনি ও রাজু ৪ জন।সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ অভিজ্ঞতা কেবল রুবেল হোসেনেরই। অন্যদিকে বাকি তিন জনও বিপিএলে নিজেদের দাপট দেখিয়েছেন।
দেরাদুনে একটু ঘাসের পিচ আছে বলে সংবাদে বলেছেন আবু জায়েদ রাহি মানে করেন পেসাররা জ্বলে উঠতে পারেন।সেজন্য রুবেল হোসেনের পাশে কোন দুজন থাকবে সেটা ঠিক নেই। তবে রুবেলকেই যে পেস নেতৃত্ব দিতে হবে।
২২ আন্তর্জাতিক টি২০ তে ২৩ উইকেট।এই বছর মোট ৬ টি টি২০ খেলে নিয়েছেন ৮ উইকেট।অপরদিকে মুস্তাফিজও ৭ ম্যাচ ৮ উইকেট। কিন্তু মুস্তাফিজ না থাকায় রুবেলকে পেসের সেরা হাল ধরতে হবে।
পিছনের কথা ভুলে থাকাই ভালো। নিদহাস ট্রফির সেই ফাইনালে ১৯ তম ওভার। সেটা তার নিজের কাছেই কষ্ট লেগেছে।ইচ্ছে করে কেউ তার দেশকে হারতে দেয় না। পিছনের কথা ভুলে জ্বলে উঠবেন এটাই চাওয়া।
