
প্রথম ম্যাচ পর আজ আবারো দ্বিতীয় ম্যাচ হারে বাংলাদেশ। আবারো রুবেলের হাতেই বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের একাদশে ছিল দুটি পরিবর্তন। অাবু জায়েদ রাহির পরিবর্তে সৌম্য সরকার এবং আবুল হাসান এর পরিবর্তে খেলছেন অাবু হায়দার রনি। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৪/৮। ফলে টার্গেট দিল ১৩৫ রান। জবাবে ব্যাটিং করতে নেমে ১ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায় আফগানিস্তান।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। শাপুর জাদরান এর প্রথম বলেই লিটন কুমার দাস ১ রান করে রাশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দলীয় ৩০ রানের মাথায় নবীর বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির রহমান। ৯ বলে ১৩ রান করেন সাব্বির। এরপরে মুশফিকুর রহিমকে নিয়ে ঘুরে বেড়ান তামিম ইকবাল।
তবে দলীয় ৭৫ রানের মাথায় ২২ রান করা মুশফিকুর রহিম অাউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এদিন ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ। ৮ বলে ১৪ রান করে আউট হন তিনি।
এক প্রান্ত থেকে তামিম টিকে থাকলেও টিকে থাকতে পারেনি আর কোন ব্যাটসম্যান। রাশিদ খানের বরে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান সাকিব আল হাসান। একই ওভারে ৪৮ বলে ৪৩ রান করে রাশিদের শিকার হন তামিমও।
