আবারো সেই নিদাহাস ট্রফির ভূলে যাওয়া কষ্টের ফাইনালের কথা মনে করে দিলেন রুবেল হোসাইন।যেখানে ভারতের যখন ১২ বলে ৩৪ প্রয়োজন তখন ৩ ওভারে ১৮ রান দেওয়া রুবেলই দিয়েছিলেন এক ওভারের ২২ রান।ফলে কাছে গিয়েও ট্রফি ছুতে পারেনি টাইগাররা।

আজকেও যেন একই ঘটনার যেন পুনরাবৃত্তি করলেন রুবেল।যখন স্বল্প পুজিতেও জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা।যখন শেষ তিন ওভারে আফগানদের জয়ের জন্য দরকার ছিলো ২৯ রান। আর শেষ দুই ওভারে দরকার ছিলো ২০।

ঠিক তখনই ১৯ তম ওভারে রুবেল হোসেন পূরণ করে দিলেন আফগানদের সব চাহিদা।আবারো হিরো হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু আবারো ব্যর্থ হওয়ায় টাইগার ভক্তদের কাছে হয়ে গেলেন ভিলেন।সেজন্যই তো অনেক টাইগার ভক্ত ম্যাচ হারের পর তাদের স্টাটাসে ‘অপরাধী’ গানের সাথে সুর মিলিয়ে লিখেছেন, ‘রুবেল ও রুবেল তুই অপরাধী রে’।

লো স্কোরিং ম্যাচেও লড়াইটা বেশ জমিও তুলেছিলেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ রক্ষাটা হলো না হয়ত এক রুবেল হোসেনের কারনেই। সিরিজটা খোয়াতে হলো ৬ উইকেটের হারে। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো আফগানিস্তান।