আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে অনুশীলন। আজকের প্রথম দিনের আনুশীলনে ছিলো না রুবেল ও মিরাজ। রুবেল ও মিরাজ ছাড়া বাকি সকলে ছিলো অনুশীলনে।

এর এই দুই জনের অনুপস্থিত থাকার করণ হিসেবে জানা যায় দুই জনই ভুগছে জ্বরে। জ্বরের কারণে অনুশীলন করতে পারেনি এই দুই জন।

আগামী ২১ অক্টোবর থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। এই সিরিজে থাকবে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ।