বাংলাদেশের যখন ১৪৬ রান তখন ছিলো ২ উইকেট। আর সেখান থেকে যেন তাসের ঘরের মত ধ্বসে গেল ব্যাটসম্যানরা। ১৭৫ রানেই হারায় ৮ উইকেট। এই ২৯ রান তুলতেই হারায় ৬ উইকেট।

মাশরাফি বিন মুর্তজাকে আউট করে ম্যাচে নিজের চতুর্থ আর ওয়ানডে ক্যারিয়ারে শততম উইকেট নিয়েছেন গ্রায়েম ক্রিমার। লেগ স্পিনারের জাদুতে দিক হারিয়ে বাংলাদেশের দুইশ পর্যন্ত যাওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়।

ক্রিমারের সোজা বলে কট বিহাইন্ড হন মাশরাফি। নন স্ট্রাইকার সানজামুল ইসলামের সঙ্গে কিছুক্ষণ কথা বলে রিভউ নেন অধিনায়ক। তাতে পাল্টায়নি সিদ্ধান্ত।  ৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর তখন ১৭৫/৮। উইকেটে সানজামুলের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

১৯৬ রানের সময় ব্যাক্তিগত ২৪ বলে ১৯ রান করে আউট হয় সানজামুল। এর পর রুবেল ও মুস্তাফিজ মিলে সব কয়টি বল খেলে ২১৬ রান করে। ২১৭ রান টার্গেটে দেয় সফরকারীদের। রুবেল ৪ বলে ৮ ও মুস্তাফিজ ২২ বলে ১৮ রান।