
এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলনে ব্যাস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। দুই দিন বিরতি দিয়ে গতকাল আবার অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট টিম। তার ধারাবাহিকতায় আজকেও অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট টিম।
কিন্তু আজ অনুশীলনে এসেও অনুশীলন করতে পারেনি বাংলাদেশের দুই পেসার। অনুশীলন করতে এসে ফিরে যায় রুবেল ও মুস্তাফিজ। জানা গেছে জ্বরের কারণেই তারা দুই জন অনুশীলন করতে পারেনি।
এদিকে আজ ক্রিকেটারদের সাথে যোগ দিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। এছাড়া দলের সাথে আছেন প্রধান কোচ স্টিভ রোডস ও সা স্পিন কোচ সুনীল যোশি।
