ইনজুরির কবলে না পড়লে হয়তো রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল দলের সঙ্গেই দেখা যেতে তাকে। কিন্তু ইনজুরি তাকে ব্রাজিল দল থেকে দূরে ঠেলে দিলেও নিজ দলকে সমর্থন দিতে ঠিকই ছুটে আসেন রাশিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা নিশ্চিত করে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিসিয়াল টুইটার পেজ থেকে দেয়া এক পোস্টে দেখা যায় যে, সতীর্থদের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করছেন আলভেস। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে আলভেজ বলেন, ‘আমি আমার দলকে সমর্থন দিতে রাশিয়ায় এসেছি। প্রথমবারের মতো খেলা দেখতে এসেছি এখানে। যা আমার কাছে একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।’

রাশিয়া বিশ্বকাপে তার দলে থাকাটা নিশ্চিতই ছিল। কিন্তু নিজ ক্লাব পিএসজির হয়ে এক ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান তিনি। তার অনুপস্থিতিতে রাইট ব্যাক পজিশনটা খুব ভালোভাবেই ভোগাচ্ছে ব্রাজিলকে। তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া দানিলোও ইনজুরির কারণে নিয়মিত খেলতে পারছেন না।

রাশিয়া বিশ্বকাপে ‘ই’ এক জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল।

আমাদের অ্যাপ ডাউনলোড করুন : FIFA World Cup 2018