
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে পারছেন না আন্দ্রে রাসেল। হাঁটুর ইনজুরির কারণে দলের বাহিরে আছে রাসেল। তার জায়গায় নেওয়া হয়েছে শেলডন কটরেলকে।
আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট-ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয়লাভ করে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে ৩ রানে পরাজিত হয় বাংলাদেশ। তাতে সিরিজে ১-১ এ সমতা। তাই অঘোষিত ফাইনালে তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।
