
এবারের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মত ভিডিও রিপ্লে ব্যবহার করা হচ্ছে। খেলার জৌলুশ অর্ধেক কমিয়ে ফেললো!
বিশ্বকাপে এখন মার্জিনাল লাইনে কোন গোল হলে সেটা নিয়ে বিপক্ষ দল আবেদন করলে রেফারি ওই গোলের ভিডিও দেখবেন। তারপর আবার নতুন করে সিদ্ধান্ত দিবেন। এটা ডি বক্সে যদি পেনাল্টি পাওয়ার মত ফাউল হলেও রেফারি সেটা এড়িয়ে গেলে বিপক্ষ দল আবেদন করলে ভিডিও রিপ্লের মাধ্যমে যদি দেখা যায় পেনাল্টি ছিল তাহলে রেফারি তার সিদ্ধান্ত বদল করবেন আবার!
এটাতে শুধু ৪টা ডিসিশন রিভিউ করা যাবে * Goals and whether there was a violation during the buildup * Penalty decisions * Red card decisions (second yellow cards are not reviewable) * Mistaken identity in awarding a red or yellow card এতে একদিকে ভালো অন্যদিকে একটু সময় নষ্ট হবে।
