২০১৮ সালের ১৪ জুন পর্দা উঠবে ‘রাশিয়া বিশ্বকাপ’ ফিফা বিশ্বকাপের ২১ তম আসর । প্রতিবারের মতো এবারে আসরেও থাকছে ৩২টি দল। বিশ্বকাপ খেলার জন্য ৩১ দল নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল একটি দল। আজ নিউজিল্যান্ডকে হারিয়ে সেই খালি জায়গাটিও পূর্ন করে দিল পেরু।

দেখেনিন কোন দলগুলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

আফ্রিকা:

১) নাইজেরিয়া,

২) মিসর,

৩) সেনেগাল,

৪) তিউনিসিয়া,

৫) মরক্কো

কমমেবল:

৬) ব্রাজিল,

৭) উরুগুয়ে,

৮) আর্জেন্টিনা

৯) কলম্বিয়া,

১০) পেরু (প্লে অফ)

ইউরোপ:

১১) রাশিয়া,

১২) ফ্রান্স,

১৩) পর্তুগাল,

১৪) জার্মানি,

১৫) সার্বিয়া,

১৬) পোল্যান্ড,

১৭) ইংল্যান্ড,

১৮) স্পেন,

১৯) বেলজিয়াম,

২০) আইসল্যান্ড,

২১) সুইজারল্যান্ড (প্লে-অফ),

২২) ক্রোয়েশিয়া (প্লে-অফ),

২৩) সুইডেন (প্লে-অফ)

২৪) ডেনমার্ক (প্লে-অফ)।

এশিয়া:

২৫) ইরান,

২৬) জাপান,

২৭) দক্ষিণ কোরিয়া,

২৮) সৌদি আরব,

২৯) অস্ট্রেলিয়া (প্লে-অফ),

কনক্যাকাফ:

৩০) মেক্সিকো,

৩১) কোস্টারিকা,

৩২) পানামা