
বাঁচা মরার লড়ায়ে আজ ( রাত ১২ঃ০০ মিনিটে ) সুইডেনের বিপক্ষে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। টুর্নামেন্টে থাকতে হলে অবশ্যই আজ জিততেই হবে জার্মানিকে। অপরপক্ষে আজ সুইডেন জিতলে নিশ্চিত করবে সুপার সিক্সটিন। তবে আজ জার্মানির সাথে জিতেই জার্মানিকে বিশ্বকাপ থেকে গুডবাই জানাতে চান সুইডেনের ফোর্সবার্গ।
ফোর্সবার্গ বলেন ,’ এই ম্যাচটি আমাদের জন্য জেতা কঠিন হলেও আমরা এই ম্যাচ জিততে যাচ্ছি এবং জার্মানিকে টুর্নামেন্ট থেকে বিদায় জানাতে যাচ্ছি। এই ম্যাচটি আমাদের জন্য হবে ঐতিহাসিক একটি ম্যাচ।’
ফোর্সবার্গ আরো বলেন ,’ আমাদের সামর্থ্য আছে প্রত্যেক দলকে হারানোর এবং আমরা সেটা ভালোভাবেই করে যাচ্ছি। আমার মতে আজকের ম্যাচটি খুবেই গূরত্বপূর্ন আমাদের জন্য। আগের ম্যাচে আমরা সাউথ কোরিয়াকে হারিয়েছিলাম। তাই আমাদের খুব ভালোই কনফিডেন্ট আছে।’
