
রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের খেলা শুরু হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় রাত ৮ঃ০০ মিনিটে। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে যেই দলই জয়ী হবে সেই দল চলে যাবে আরো একধাপ এগিয়ে কোয়াটার ফাইনালে।
আর যেই দল পরাজিত হবে সেই দল বিশ্বকাপকে গুড বাই বলে চলে যাবে প্রিয় জন্মভূমিতে।আমাদের অ্যাপ ডাউনলোড করুন FIFA World Cup 2018
রাশিয়া বিশ্বকাপে শেষ ষোল’র অপর লড়ায়ে বাংলাদেশ সময় রাত ১২ঃ০০ টায় কাভানি,সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন রোনাল্ডোর পর্তুগাল । রাশিয়া বিশ্বকাপে মাঠে নিজের সেরা ফর্ম দেখিয়ে যাচ্ছে এই পর্তুগিজ তারকা।
অপর দিকে কাভানি ও সুয়ারেজো আছে নিজেদের সেরা ছন্দে। রোনাল্ডো কি পারবে উরুগুয়ের ডিফেন্সকে লন্ডভন্ড করে দিতে নাকি সুয়ারেজ কাভানি পেপের চোখ ফাঁকি দিয়ে পর্তুগালের জালে বল জড়িয়ে দেয় ।
