
রাশিয়া বিশ্বকাপের ২য় ম্যাচ ও নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামেন মিশর ও উরুগুয়ে । এই ম্যাচে শেষ মুহুর্তের গোলে জয় পায় কাভানি, সুয়ারেজের উরুগুয়ে। মাঠে নামার আগে অবশ্য সুয়ারেজ বলেন, ‘২০১৪ বিশ্বকাপে যেভাবে মাঠ ছেড়েছিলাম আশা করছি সেরকম কিছু আর হবে না।
এবারের বিশ্বকাপটা আমি একেবারেই আমার করে নিতে চাই। আমি জানি, কামড় দেওয়ার কারণেই মানুষের কাছে আমি বিশেষভাবে পরিচিত কিন্তু আমি নতুন কিছু করতে চাই, যে কারণে মানুষ আমাকে মনে রাখবে।’ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিনিকে কামড় দিয়ে নিজেই দাঁতে ব্যাথা পাওয়ার অভিনয় করেন সুয়ারেজ।
মাঠে রেফারির চোখ এড়িয়ে গেলেও পরে অবশ্য নির্বাসিত হন তিনি।এবার কামড় না দেওয়ার প্রতিশ্রুতি সুয়ারেজের। সুয়ারেজকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে উরুগুয়ে।
