বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৯:০০ টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে!

সুয়ারেজ-কাভানি-গডিন-গিমেনেস ও মুসলেরারা প্রস্তুত তাদের সেরাটা দেয়ার জন্য। এ ম্যাচ জিতলেই যে শেষ ষোল নিশ্চিত অস্কার তাভারেজের শিষ্যদের!

আর, এদিকে সৌদি আরবের বিপক্ষে আজ‌ দেশের হয়ে নিজের শততত ম্যাচটি খেলতে নামবেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ!