রাশিয়া বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারার পর আজ আবার নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসির আর্জেন্টিনা ।

ক্রোয়েশিয়ার ম্যাচটি আর্জেন্টিনাদের যে আর কত বিপদে ফেলবে, তা নিয়েই যেন ব্যাস্ত আর্জেন্টিনা। একে তো খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা উঁকি দিয়েছে, এখন আবার আর্জেন্টিনা সমর্থকদের খারাপ আচরণে জরিমানা গুনতে হচ্ছে দলটির ফেডারেশনকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যখন একের পর এক গোল হজম করে যাচ্ছিল ঠিক সেই মুহুর্তেই আর্জেন্টিনা সমর্থকেরা নিজেদের মনের কষ্ট বুকে চেপে রাখতে না পেরে বাজে ভাষায়  গালাগালিও করেছে ।

ফিফা গত সোমবার এএফএকে জানিয়েছে, সমর্থকদের এমন আচরণের জন্য ১ লাখ ৫ হাজার ডলার জরিমানা দিতে হবে তাদের।