PlayPavilionBangla
বিশ্বকাপ ফুটবলে কারা শিরোপা জয় করবে তা নিয়ে মত রেখেছেন গেলবারের চ্যাম্পিয়ন জার্মানি কোচ জোয়াকিম লো। তবে এই আসরের ফেবারিট কারা তা নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন আসল কথা !
এদিকে লো বলছেন, রাশিয়ায় খেলতে যেয়ে আমরা তো আমাদের তিন কিংবদন্তী ফিলিপে লাম, শোয়েন্সটাইগার কিংবা মিরোস্লাভ ক্লোজাদের পাব না তবে ২৩ জন খেলোয়াড় আছে— যারা খেলার ভাগ্য নির্ধারণে সক্রিয় ভুমিকা রাখতে সচেষ্ট হবেন।
লো বলছেন, বিশ্বকাপ জয় করতে এখন শুধু দলে ভাল খেলোয়াড় থাকলে হয় না। প্রতিপক্ষ দলের শক্তিমত্তা পরখ করে খেলার ধরণ ঠিক করতে হয়। আবার ভাগ্যও লাগে !
জোয়াকিম বলেছেন, আমরা বিশ্বকাপ জয় করার মত শক্তি। সেটা দেখানোর সবকিছুই আছে আমাদের মাঝে। আপনারা জানেন, গেল তিন টার্মে ইউরোপের দেশগুলোই বিশ্বকাপ জয় করেছে। ইটালি, স্পেন ও আমরা। এবার আবার খেলাই হচ্ছে ইউরোপে।
সে কারণে যেহেতু ইটালি সুযোগ পায়নি কিংবা হল্যান্ডও নেই তাই আমি মনে করছি, আমরা জার্মানি, স্পেন, পর্তুগাল ও ফ্রান্সই এবারের বিশ্বকাপের ফেবারিট। আর ল্যাটিন থেকে দুই সেরা দল ব্রাজিল ও আর্জেন্টিনাও রয়েছে এই তালিকায়। আর বেলজিয়ামের বিষয়ে বলেছেন লো— তাঁরা যাবে অনেকদূর।
জোয়াকিম লো সারাবিশ্বের মাঝে বিচক্ষণতার প্রতীকী চরিত্র হিসাবে জার্মানি দলের ফলত নেতৃত্বে আছেন। তিনি রাশিয়া বিশ্বকাপে নিজ দলের সম্ভাবনা দেখছেন। এছাড়াও তিনি ইউরোপের তিনটি দেশের কথা বিশেষত বলেছেন। ইঙ্গিত রেখেছেন, ইউরোপেই কাপ থেকে যাওয়ার সম্ভাবনা বেশী। যদিও ব্রাজিল ও আর্জেন্টিনার নাম বলে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেও কার্পণ্য করেনি।
জার্মানিদের পেশাদারিত্ব ও ফুটবল খেলার মাঝে বিরল কিছুর অংশগ্রহণ আছে। সে কারণেই অতি সম্প্রতি ফুটবল সুপারস্টার লিওনেল মেসি বলেছিলেন, জার্মানি ও তাঁদের পরিকল্পনাগুলো আমাকে ছুঁয়ে যায়। কারণ, তাঁরা দীর্ঘমেয়াদি পরিকল্পনায়  থেকে তাঁদের ফুটবলকে তাঁরা সাজায়।
এদিকে কারা জিতবে বিশ্বকাপ সে তালিকায় জার্মানি, ব্রাজিল, স্পেন, ফ্রান্স হরহামেশায় সকলের মুখে উচ্চারিত হলেও আর্জেন্টিনা ও পর্তুগালের কথা আসছে খুব কমই। আর্জেন্টিনার নাম ফুটবলের সাথে সংশ্লিষ্ট খ্যাতিমানেরা তাও বলছেন মাঝেমাঝে। পর্তুগাল এলো দুই জনের কণ্ঠে এই পর্যন্ত। দুইজনাই গ্রেট।
একজন লুইস ফিগো আর অন্যজন এই জোয়াকিম লো— বিষয়টা তাহলে আছে ! কি সেটা ? রোনালদোর পর্তুগালও অতি বিচক্ষণদের মাথায় ঘুরপাক খাচ্ছে তবে !