
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান নিজের বিয়ের ব্যাপারে মুখ খুললেন। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তার বিয়ের ব্যাপারে কথা বলেন। সেই সাথে তার নিষেধাজ্ঞার কারণ ও উল্লেখ করে শুধরানোর কথাও বলেন তিনি।
যমুনা টেলিভিশনের সাংবাদিক সাব্বিরের বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে সাব্বির বলেন, ‘বিয়ে করে ফেলব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তবে তার আগে নিজে আরেকটু গুছিয়ে নেই, করে ফেলব ইনশাআল্লাহ।’ কবে বিয়ে করবেন এমন প্রশ্ন করা হলে সাব্বির যানায়, ২০১৯ বিশ্বকাপের পরেই বিয়ে করবেন।
এসময় সাব্বিরের নারী কেলেঙ্কারীর বিষয়ে প্রশ্ন তুললে সাব্বির বলেন, ‘যে মেয়ে ইন্টারভিও দিসে তাকে চিনিনা, জানিনা। সে কেন মুখ ডেকে ইন্টারভিউ দিবে। সে যদি আমার সাথে রিলেশনে থাকত বা এরকম ঘটনা হত তাহলে সে ফেস দেখিয়ে ইন্টারভিউ দিত। ফেস না দেখলে তো আমি চিনব না। না চিনলে তো আমি তাকে কিছু বলতে পারব না।’
সাব্বির আরো বলেন, ‘কোন মেয়ে কি বলতেছে আমার কিছু আসতেছে না। আমি তো এমন না যে আট দশটা রিলেশন করে বেড়াইছি। এমন না যে আমার আট দশটা ক্লেইম আছে মেয়ে নিয়ে। আমার যে ক্লেইম ছিল সেগুলাই ঘুরে ফিরে আসতেছে।’
এছাড়াও তার বর্তমান সময়ে নিষেধাজ্ঞার কারন জিঙ্গেস করলে তিনি বলেন,’আমার রাগই আমার সর্বনাশের মুল কারন’।এই ৬ মাসে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার কথাও বলেন তিনি।
