
বাংলাদেশ বনাম উইন্ডিসের মধ্যকার প্রথম একদিনের ম্যাচে ৪৮ রানের বিশাল জয় পায় টিম টাইগার্সরা।
সাকিব আউট হয়ে যাওয়ার পরই ব্যাটিংয়ের জন্য উইকেটে পাঠানো হলো সাব্বির রহমানকে। উইকেটে নামার পর মাত্র ৪টি বল খেলার সুযোগ পেলেন।এরপরই আম্পায়ারের জঘন্য এক ভুলে আউট হয়ে যেতে হলো সাব্বির রহমানকে। মূলতঃ স্ট্যাম্পিং হন তিনি। যেটা মোটেও বৈধ কোনো আউট ছিল না। টিভি রিপ্লেতে দেখা গিয়েছিল, তিনি আউট নন। অথচ, তাকে আউট ঘোষণা করেন নন স্ট্রাইকে দাঁড়ানো আম্পায়ার জোয়েল উইলসন।সাব্বির নিজের এই আউট নিয়ে মন্তব্য করে বললেন,
‘ আম্পায়ার জোয়েল উইলসন যদি আমাকে ভুল আউওত না দিতেন তাহলে হয়ত আজকের ম্যাচে আমিও আমার সেরাটা দেখাতে পারতাম,কিন্তু তা হয়ে উঠল নাহ ।’
৪৭তম ওভারের খেলা চলছিল তখন। বোলার ছিলেন দেবেন্দ্র বিশু। তার ওভারের তৃতীয় বলটি একটু এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন সাব্বির। কিন্তু বলের ফ্লাইট মিস করেন। ব্যাটে-বলে হলো না।
বল চলে গেলো উইকেটের পেছনে উইকেটরক্ষক সাই হোপের হাতে।তড়িগড়ি স্ট্যাম্প ভেঙে দিলেন উইকেটরক্ষক। আবেদন উঠতেই নন স্ট্রাইকে থাকা আম্পায়ার উইলসন আঙ্গুল তুলে দিলেন। সাব্বির কিছু না বুঝেই সোজা হাঁটা ধরলেন। রিভিউ নিলেও হয়তো বেঁচে যেতেন তিনি। কিন্তু রিভিউ না নিয়ে চলে গেলেন ড্রেসিংরুমে
