বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান নানা করণেই আসেন আলোচনায়। আবার আলোচলায় এই ক্রিকেটার। সেই সাথে বহুদিন ধরেই রয়েছে অফফর্মে।  তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দর্শককে গালি দেওয়া, এমনকি দর্শক পিটানোর অভিযোগও আছে। আবারো দুই তরুণকে ফেসবুকে হুমকি দিয়েছেন।

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে দ্বিতিয় ম্যাচে হোয়াইটমোয়ারকে সহজ ক্যাচ দিয়ে আউট হন সাব্বির। আর এতে ক্ষুব্ধ বাংলাদেশ ভক্তরা। আর কিছু ভক্ত তাদের রাগ বহিঃপ্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে।

শাহরিয়ার নীল নামে এক ব্যাক্তি তার ফেসবুকে লিখেন, ‘স্যার ডন সাব্বির রহমান ব্যাডম্যানের দিন দিন এত উন্নতি করাটা বেশ রহস্যময়।’

আরাফাত ভুঁইয়া হৃদয় নামে এক ব্যাক্তি সাব্বিরকে ম্যানশন করে লেখেন, ‘তুই নিজ দায়িত্বে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নে। তুই ক্রিকেটের জন্য যোগ্য না।’

আর এসব দেখেই তাদের ইনবক্সে বাজে ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাদের দেখে নেওয়ারও হুমকি দেন এই ক্রিকেটার। তাদের ইনবক্সে সাব্বির লিখেন, ‘ওই খা..র ছেলে, তোর বাপ কখনও ক্রিকেট খেলেছে? কাজ করিস ভলান্টিয়ারের আবার বড় বড় কথা, মা…দ! ফেসবুকটা তোর বাপে বানাইছে? তুই কি করিস না করিস, সব জানা হয়ে গেছে আমার। তোরে আমি দেশে এসে দেখতেছি, ওয়েট কর।’

তারাও দেরি না করেই স্কিনশট ক্যাপচার করে ফেসবুকে পোস্ট করেদেন। অপরদিকে ফেসবুক লাইভে এসে ও একটি ভিডিও পোস্ট করে আইডিটির সত্যতা এবং এটিই যে আসল আইডি তা নিশ্চিত করেন আরাফাত ভুঁইয়া হৃদয়।

ভিডিওটিতে দেখা যায় মেসেজটি সাব্বিরের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই পাঠানো হয়েছে। যে আইডিতে এ মুহূর্তে ফলোয়ার রয়েছেন ৯০ হাজার ৪৪৯ জন। আর সাব্বিরের এমন কান্ডে বিস্ময় হয়েছেন সবাই। সেই সঙ্গে সাব্বিরকে কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানোর পাশাপাশি তাকে নিষিদ্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানাচ্ছেন তারা।