
বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের বিপক্ষে আবারও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই ভক্তকে বাজে ভাষায় গালিগালাজ করেছে ও হুমকি দিয়েছেন। যদি এই ঘটনার প্রমাণ পাওয়া যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বড় রকমের শাস্তি পেতে পারেন এই ক্রিকেটার।
সাব্বিরের ঘটনা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘খেলোয়াড়দের শৃঙ্খালার বিষয়ে নজর রাখতে বল হয়। বিশেষ করে জাতীয় দলে যেই খেলোয়াড়রা রয়েছে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সঙ্গে কেমন ব্যবহার করবে, সে ব্যাপারে আলাদা একটা গাইডলাইন দেওয়া আছে। তাদের বলা আছে, এই মাধ্যমে সমর্থকদের সঙ্গে কথোপকথনে খুব বেশি সতর্ক থাকতে হবে। যেহেতু এটা এখন সবাই জানে (সাব্বিরের ঘটনা), তো বোর্ডের হাতে যখনই এটা আসবে, যদি দেখা যায় সে শৃঙ্খলাভঙ্গ করেছে, তাহলে ডিসিপ্লিনারি কমিটির হাতে ইস্যুটি তুলে দেব আমরা। এরপর তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এর আগে রাজশাহীতে ঘরোয়া লিগ খেলতে গিয়ে এক কিশোর সমর্থককে মারধর ও আম্পায়ারদের হুমকি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হন সাব্বির এবং জরিমানা দিয়েছেন ২০ লাখ টাকা।
