
কিছু দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয় সাব্বির রহমান। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। আর এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬মাসের জন্য নিষিদ্ধ হয় সাব্বির রহমান। এর আগেও বেশ কয়েকবার নানা মেয়াদের শাস্তি, জরিমানার পরেও ঠিক হয়নি সাব্বির। তাই এবার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি।
এই নিষিদ্ধ সময় কেমন করে কাটাচ্ছেন সাব্বির। এই বিষয়ে তার বক্তব্য , ‘আমি এখন সাধারণ জীবনযাপনই করছি যেভাবে আমি আগে কাটাতাম। আমি নিয়মিত আমার অনুশীলন চালিয়ে যাচ্ছি এবং ভিন্ন ভিন্ন এরিয়া তে কাজ করছি। আমি নিয়মিত আমার জিম করছি। বর্তমানে রানিং সেশনের ওপরে বেশি জোর দিচ্ছি যেহেতু এটি আমার ধৈর্যশীলতা বৃদ্ধি করবে’।
সাব্বির আরো বলেন , ‘আমি এর আগেও বলেছি বিসিবির মালিকানাধীন কিছুই আমি ব্যবহার করতে পারব না, এই কারণে আমি মিরপুরে অনুশীলন করতে পারব না। আমি আমার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং মোহাম্মদপুরের একটি মাঠে অনুশীলন করছি জিমে যাওয়ার আগে। আমি রেসিডেনশিয়াল স্কুলে যাচ্ছি রানিং সেশনের জন্য এবং সেখানে ফুটবল খেলছি। আমি আগে যেভাবে অনুশীলন করতাম এখনও সেভাবেই করছি।’
