বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান জড়িয়েছেন বিভিন্ন ঝামেলায়। কখনো মাঠের বাহিয়ে দর্শক পিটিয়ে, ভক্তকে হুমকি দিয়ে আবার কখনো নারি ক্যালেঙ্কারিতে জড়িয়ে বিসিবির নিয়ম ভেঙেছেন। এখন আবার ঝামেলায় জড়িয়েছেন মোসাদ্দেক হোসেনও। তার বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক ও মারধরের অভিযোগে মামলা করেছেন।

দেশের ক্রিকেটারদের নিয়মভঙ্গের বিরুদ্ধে সর্বদাই কঠোর ছিলো বিসিবি। আর আর তাই আগামী শনিবার বিসিবির ভবনে ডাকা হয়েছে সাব্বির ও মোসাদ্দেকে হোসেনকে। ধারণা করা হচ্ছে তাদের ঝামেলায় জড়ানোর কারণেই তাদের ডাকা হয়েছে। তবে নিশ্চিতভাবে জানতে হলে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।

মূলত ক্রিকেটারদের এরকম অপ্রতিকর আচরণে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এ ব্যাপারে বেশ কঠোর হচ্ছে বিসিবি।