বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াদের শৃঙ্খলার বিষয়ে সর্বদাই সতর্ক বিসিবি। কোন খেলোয়ার যদি শৃঙ্খলা বা নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

তর পরও নিয়ম ভেঙে চলছেন কোন কোন ক্রিকেটার। তার ভিতর নারি কেলেঙ্কারিতে জড়িয়, দর্শক পিটিয়ে, মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদর্শন করে তারা বিসিবির নিয়ম ভাঙছেন।  কিছু দিন আগে বিতর্কে জড়িয়েছেন নাসির হোসেন ও সাব্বির রহমান। সাব্বির ও নাসিরের বিতর্কে জড়ানো নতুন কিছু নয়।

এর আগেও বেশ কয়েকবার নারি কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন সাব্বির রহমান। কিছু দিন আগে দর্শক পেটানোর অভিযোগে ছয় মাসে জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিলো সাব্বিরকে। তার পরও দর্শককে ফেসবুকে হুমকি দিয়ে আবারো বিতর্কে জন্ম দিয়েছেন সাব্বির। সেই সঙ্গে নারি কেলেঙ্কারিতে জড়িয়ে নতুন আরেকটি বিতর্ক জন্ম দিয়েছেন নাসির হোসেন।

আর এরকম ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বিসিবি। আর এসব প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান।

জালাল ইউনুস বলেন, ‘গতবার যখন মাননীয় সভাপতি আপনাদের সামনে কথা বলেছেন তিনি জানিয়েছিলেন যে ডিসিপ্লিনের ব্যাপারে আমরা কখনোই ছাড় দেই না। আমরা এক্ষেত্রে পুরোপুরি জিরো টলারেন্স দেখাই। তাদের ব্যাপারে আমরা যথেষ্ট অবগত আছি।

একজন নয়, কয়েকজনের ব্যাপারেই আমরা অবগত আছি। এটি নিয়ে আমাদের ডিসিপ্লিনারি কমিটি কাজ করছে, খুব দ্রুতই তাদের ডাকা হবে যাদের প্রতি কোন নির্দিষ্ট অভিযোগ থাকে। তাদের সাথে বসতে হবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো আগে খতিয়ে দেখতে হব, এরপরে শাস্তির ব্যাপার।’