
বিশ্বকাপ ২০১৯ এর আর মাত্র ১ দিন বাকি এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাব্বির রহমান। বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার জায়গা ধরা হয় স্লগ ওভারে রান করা। আর এই বিশ্বকাপে সাব্বিরকে দেয়া হয়েছে সেই গুরুত্বপূর্ন কাজটি করতে।
সাব্বিরের সে ক্যাপাবিলিটিও রয়েছে সে যদি তার সামর্থ্যের ৮০%-৯০% ও ব্যবহার করতে পারে বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্ন দেখি তার অনেকটাই সম্ভব।
এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে রানবন্যার বিশ্বকাপ। সেক্ষেত্রে ইনিংসের শেষ ১০ ওভার যতটা না গুরুত্বপূর্ণ ছিল তারচেয়ে বেশি গুরুত্ব বহন করবে। ফিনিশিং টাচটা যত ভালো হবে, বিশ্বকাপে বাংলাদেশের পথ তত মসৃণ হবে। সাব্বিরের ব্যাটে বাংলাদেশর বিশ্বকাপ স্বপ্ন বলাই যায়।
সাব্বির রহমান বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ৯৮.৩৮ স্ট্রাইক রেটে ও ৩৬.৪০ গড়ে ১৮৩ রান করেছে, সর্বোচ্চ ৫৩। ১৬ ওভার বল করে ঝুলিতে ১ টি উইকেটও ভরেছে। ক্যাচ আছে ৩টি।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
