সৌম্য সরকার বাদ পড়েছেন, এটা অপ্রত্যাশিত কিছু না! কিন্তু একজন সৌম্য কিংবা সাব্বিরের অফফর্মে থাকা আমাদের জন্য কতটা আনন্দদায়ক???

সৌম্যর মত একজন এক্সক্লুসিভ ওপেনার যখন ফর্মে থাকে, তখন তামিমের উপর চাপ কমে যায়! দলও পায় উড়ন্ত সূচনা!

আর সাব্বিরের মত আরেকটা হার্ডহিটারই নাই। তাই এদের ফর্মে না থাকাটা আনন্দিত হওয়ার কিছু নাই।

ছবিটা দেখুন, সৌম্যর পেরিস্কোপে আম্পায়ারের হাত তালি দেবার দৃশ্য!!!!

ছন্দে থাকা সৌম্য এতটাই দৃষ্টি নন্দন!! তাই সৌম্য কিংবা সাব্বিরের অফ ফর্ম আমাদের জন্য খুশি না হয়ে বরং তাদের ফিরে আসার কামনা করা উচিত।