বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম এখন আফ্রিকাতে।

আগামী কাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। কিম্বার্লির ডায়মন্ড ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আগামীকাল বুধবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি দেখাবে বিটিভি, জিটিভি, মাছরাঙা ও সনি সিক্স।

এই ম্যাচে মাইলফলকের সামনে দাড়িয়ে আছেন সৌম্য সরকার এবং সাব্বির হোসেন। আর মাত্র ৪১ রান যোগ করতে পারলেই একদিনের ক্রিকেটে হাজার রানের ঘরে নাম লেখাবেন সৌম্য। একই ঘরে ঢোকার জন্য সাব্বিরকে করতে হবে আরও ৭১ রান।