গত কাল এশিয়া কাপের অলিখিত সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের কাছে ৩৭ রানে পরাজিত হয় পাকিস্তান।

আর এই পরাজয়ের পর চটেছেন পাকিস্তানি সাবেক স্পিনার সাইদ আজমল। ম্যাচ হারার পর বাংলাদেশকে অপমান করে কথা বলেছে আজমল।

আর পরাজয়ের পর টুইটারে আজমল লিখেন, “বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা দেখে আমার লজ্জা লাগছিল। ভারতের সাথে পাকিস্তান বাচ্চাদের মত খেলেছে, মনে হচ্ছিল তারা আমাদের পেলেপুলে বড় করেছে।”

আজমল আরো বলেন, “এই দলগুলো পাকিস্তানের নাম শুনে ভয় পেত। পাকিস্তানের নাম শুনেই ম্যাচ হেরে যেত। এখন তাদের বোলাররা আমাদের ব্যাটসম্যানদের চোখ রাঙায়। এমন ভয় দেখায় যে যেকোন কিছু করতে পারে। এখন এমন দিন এসেছে।”

তার এমন পোষ্টের পর সোশ্যাল মিডিয়ার ঝড় উঠে। ক্রিকেট প্রেমীরা অন্যন দলের প্রতি তাকে সম্মান দেখানোর মন মানসিকতা তৈরি করতে বলেছে।