
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সাইফুদ্দিন। তাকে পেস অলরাউন্ডার হিসেবেই সকলে চিনে। সেই তিনিই হয়ে গেলেন স্পিনার বলিং। নেটে অনুশীলনে তামিমের বিপক্ষে স্পিন বলিং করলেন তিনি। যেন পুরোপুরি এখন স্পিনার হয়ে গেলেন তিনি। প্রতিদিনই ফাষ্ট বোলারদের নিয়ে কাজ করছেন কোচ সুজন।
তবে আজ একটু ব্যতিক্রম ছিলেন তিনি। কাজ করছিলেন দুই স্পিনার মিরাজ ও নাজমুল হোসেন অপুকে নিয়ে। আর পেসাররা নেটে অনুশীলন করছিল, তবে বোলিং নয়, তারা ব্যাটিং অনুশীলন করেন।
আর তার মাঝেই সাইফুদ্দিন বোলিং শুরুকরেন তামিমের বিপক্ষে। আজই অনুশীলনে যোগ দিয়েছেন তামিম ইকবাল। জিম করে সোজা চলে আসেন ব্যাট হাতে অনুশীলন করতে। তামিম এগিয়ে আসার পর দুই স্পিনার বলিং এর সাথে বোলিং করতে থাকেন সাইফুদ্দিন।
কিন্তু সবাই অবাক হয়ে দেখতে থাকেন, ফাস্ট বোলার সাইফুদ্দিন তখন ছোট রানাপ নিয়ে তামিমের দিকে স্পিন ঘূর্ণি বল ছুড়ছেন!আজ অনুশীলনে সৌম্য সরকারও ব্যাটিং করেন বেশ সময় নিয়ে। এর আগে সকালে ক্রিকেটাররা দুই ভাগ হয়ে ক্রিকেট খেলেন।
