
সাকিব আল হাসান মানেই বিশ্বের সেরা খেলোয়ার ,তিনিই আমাদের শিখিয়েছেন কিভাবে জয়ী হতে হয় ।সাকিব এর মধ্যেই পাগল করেছেন বিশ্বের সকল শ্রেণীর ক্রিকেট ভক্তদের ।দেখুন বাংলাদেশের এক ছেলে রক্ত দিয়ে তার নাম লিখেছেন ,আমি সাকিব আল হাসানের ভক্ত দেখেছি! তবে উনার মতো এতো পাগল ভক্ত দেখিনি!
চলুন এই রক্ত দিয়ে সাকিব আল হাসানের নাম লেখার উনার কাহিনিটা দেখে আসি!
আজ হেরেছি –
আমার ফেসবুকে ডুকার শুধুমাএ কারন সাকিব্বাইকে নিয়ে লিখার জন্য।টানা ৪ দিনের মতো ফেসবুকের বাইরে ছিলাম কারন চার দিন আগে সাকিব্বাই ম্যাচ হেরেছিলো।সাকিব্বাই হারলে সেটা আমি মেনে নিতে পারি না, যেমন আজ খুব কষ্ট হচ্ছে মেনে নিতে।
আমি সাকিব্বাইকে নিয়ে কোন পরাজয়ের গল্প লিখতে পারবো না কখনোই না তাই সেদিন যদি ফেসবুকে ডুকতাম লিখতে হতো -হেরে গেছি আমি সেটা মানতে রাজি ছিলাম না। আমি নিজেও কখনো হারতে চাইনা।এটা অবশ্যই সাকিব্বাই পরোক্ষ ভাবে আমাকে শিখিয়েছে।তাই সাকিব্বাই হেরে গেলে হেরে গেলে আমিও হেরে যাই ।আমি সাকিব্বাইকে নিয়ে জয়ের কাব্য লিখতে চাই,আমি তাকে জয়ী হিসেবে ভাবতে চাই।তাকে জয়ী মানুষ হিসেবে মানায়।যেদিন
ম্যাচ হারে সেইদিন রাতে রাগের মাথায় দরজার সাথে নিজের হাত বাড়ি মারতেই কিসের সাথে লেগে যেন হাত কেটে যায়। সেই রক্ত দিয়ে সাকিব্বাইয়ের নাম লিখি তাতে হয়তো অনেকটা কষ্ট কমে গেছে,কেন লিখিছি জানি না। শুধু বলতে পারি তাকে খুব ভালোবাসি।
ভালোবাসি ভাই অনেক ।আজ হেরেছি তবে সাকিব্বাই হারলেও আমি তাকে নিয়ে শুধু জয়ী গল্প লিখবো।আর এভাবেই হারের মধ্যে জয়ী কাব্য তুলে ধরবো।
ক্রিকেট নিয়েই যখন স্বপ্ন দেখি। ক্রিকেটেই নিয়ে যখন গান গাই, ক্রিকেট নিয়ে যখন কথা বলি শুধু তোমাকে নিয়ে
পরাজয় না জয়ে তোমাকে মানায়।
ভালোবাসি ভাইয়া।
