আরও ১০ বছর ধরে বাংলাদেশ দলে খেলে যেতে চান। তবে যাওয়ার আগে অবশ্যই তিনি বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ জিতাতে চান!

সাকিব আরও বলেন,আসলে দেশের হয়ে খেলেটা একটা ভাগ্যের। আমি দেশের হয়ে খেলি সেটা নিয়ে গর্ববোধ করি। আমাদের জেনারেশনটা ক্রিকেট একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। সামনে একটা জেনারেশন আসবে তারা নিশ্চয় ক্রিকেটকে আরও বড় পর্যায় নিয়ে যাবে। আমি তাদের নিয়ে খুব আশাবাদী।

বিভিন্ন দেশে লীগ খেলে আসা সাকিব এবার গিয়েছেন নিউ ইয়র্কে। সেখানে গিয়ে খেলেছেন ২টি ম্যাচ। সেখানে আয়োজিত এক কনফারেন্সে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন সাকিব!

সাকিব আরও জানান,মানুষ এখন যেইরকম সাপোর্ট দেয় সামনেও যদি এমন সমর্থন দেয় অবশ্যই বাংলাদেশের ক্রিকেট একটি বড় পর্যায়ে চলে যাবে।