দুই ম্যাচ টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে ১০ উইকেটে বড় ব্যাবধানে জয় পায় দক্ষিন আফ্রিকা। তবে এত কিছুর হয়ে যাওয়ার পরও ইতিবাচক ছিল মাশরাফির উপস্থিতিতে দলের আত্মবিশ্বাষ ফিরে পাওয়া। তার প্রমান ব্যাটসম্যানরা রেখেছে।

তাই তো মাশরাফিকে টি-টুয়েন্টিতে খেলার জন্য অনুরোধ করেছিল ক্রিকেট বোর্ড থেকে শুরু করে কোচও। কিন্তু যে ক্ষোভে টুয়েন্টি ছেলেড়েছেন ম্যাশ তা আর ধরতে চাননি তিনি। সরাসরি না করে দিয়েছেন।

এবার সাকিব আল হাসানও মাশরাফিকে অনুরোধ করেছিল টুয়েন্টিতে থাকার জন্য। কিন্তু সাকিবকেও না করে দিলেন মাশরাফি। পরিস্কার জানিয়ে দিয়েছেন, ওয়ানডে শেষ হলেই দেশে ফিরে আসবেন তিনি।