দক্ষিণ আফ্রিকার সফরের জন্য ২৯ এপ্রিল দেশ ত্যগ করবে বাংলাদেশ নারী দল। এই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল। আর এই সফরের জন্য ঘোষণ করা হয়েছে ১৬ সদস্যের দল। এই সফরে ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ সালমা খাতুন।

বাংলাদেশ নারী দলঃ

১) রুমানা আহমেদ,

২) সালমা খাতুন,

৩) নিগার সুলতানা,

৪) মুর্শিদা খাতুন,

৫) জাহানারা আলম,

৬) ফারজানা হক পিংকি,

৭) খাদিজাতুল কুবরা,

৮) সানজিদা ইসলাম,

৯) শারমিন সুলতানা,

১০) সোবহানা মুশতারি,

১১) ফাহিমা খাতুন,

১২) জান্নাতুল ফেরদৌস সুমনা,

১৩) শামিমা সুলতানা,

১৪) নাহিদা আক্তার,

১৫) পান্না ঘোষ,

১৬) সুরাইয়া আজমীম।