ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক কোন শিরোপা জিতলো বাংলাদেশ। সেটাও আবার মেয়েদের হাত ধরে। কুয়ালালামপুরে আজ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

এশিয়া কাপের ফাইনালের লক্ষে আজ দুপুর ১২টায় ভারতের মুখমখি বাংলাদেশ। বাংলাদেশ টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। আমন্ত্রণে সারা দিয়ে প্রথমে ব্যাট করে ভারত। তারা সব কয়টি ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। বাংলাদেশকে ১১৩ রানের সহজ টার্গেট দেয়।

জবাবে ব্যাট করতে নেমে সব কয়টি ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ।

আইসিসি ট্রফি জিতে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশের ক্রিকেট। আজ সেই মালয়েশিয়াতেই রচিত হলো আরেকটি ইতিহাস। মেয়েদের এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের। আর এই জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমাদের হারানোর কিছু ছিল না। কিন্তু ভারতের অনেক কিছু হারানোর ছিল।’

তিনি আরও বলেন, ‘এটা অনেক বড় অর্জন। অনেক ভালো লাগছে। এ অনুভূতি প্রকাশ করতে পারবো না। আশা করছি পরের টুনামেন্টে আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’