মালয়েশিয়ায় এশিয়া কাপে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মতো ছোট একটি দলের পক্ষে কাজটি যে বিশাল বড় অর্জন তা আর বলার অপেক্ষা রাখে না।

এই অসাধ্য কাজটিই করে দেখিয়েছেন সালমা রুমানারা। হারমানপ্রীত কাউরের ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ টুর্নামেন্ট নিজেদের করে নিয়েছে টাইগ্রেসরা।

আর এই জয়ে প্রশংসার সাগরে ভাসছেন রুমানা, সালমারা। অভাবনীয় এই অর্জনের পর পুরুষদের মতো এবার নারীদেরও পুরস্কার দেয়ার কথা চিন্তা ভাবনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আগামীকাল বিসিবির একটি সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

নিজামউদ্দিন বলেছেন, ‘আমি আবারো বলছি এটি অবশ্যই একটি দারুণ অর্জন বাংলাদেশের ক্রিকেট এবং মহিলা ক্রিকেটের জন্য। আমাদের আগামীকাল বোর্ড মিটিং আছে, সেখানে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।’