ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনার জন্ম দিলো তামিম ইকবাল। ভাঙ্গা হাত নিয়ে এক হাতে ব্যাট করে বুঝিয়ে দিলো দেশের প্রতি ভালোবাসা। আর এতে সকলের প্রশংসা পাচ্ছে তামিম ইকবাল। শেষ মুহুর্তে মাঠে নেমে উইকেটের এক পান্তে দাড়িয়ে থেকে দলকে বড় টার্গেট এনে দিতে সাহায্য করে তামিম।

এই ম্যাচে তামিম, মুশফিক ও মিথুনের অবদানের১৩৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা প্রশংসা করলেন তামিমের। অকপটে জানিয়ে দিলেন, ‘তামিম যা করেছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ সারাজীবন মনে রাখবে তার অসীম সাহসিকতার এই নজির।’

শুধু মাশরাফিই নয়। তামিমের প্রশংসা করেছে পুরো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট তামিমের এই নজির দেখে বলেন, ‘চ্যাম্পিয়নরা এভাবেই আগাতে থাকে যখন তাদের চলার পথও কঠিন হয়।’