বিশ্বকাপের জন্য নতুন কৌশলে পথ চলবে আর্জেন্টিনা। ২০১৮ সালের বিশ্বকাপের জন্য ভালোভাবে নিজেদের প্রস্তুতি সারতে চায় আর্জেন্টিনা। আর সেজন্য বার্সার মাঠে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে তারা। সেখানে ১০দিনের  জন্য তারা অনুশীলন করবে। বার্সেলোনার অনুশীলন মাঠ সিওদাদ দেপোর্তিভো দেল বার্সেলোনাতে অনুশীলন করবে আলবেসেলিস্তারা।

এ সময় সেখানে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির।  বিশ্বকাপের উদ্দেশ্যের আর্জেন্টিনা থেকে ২৬ অথবা ২৭ মে বিদায় নিবে মেসিরা। তারপর তারা চলে আসবে স্পেনের বার্সায়। মুলত এখান থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে দলটি।

এখানে কয়েকটি দলের সাথে প্রীতি ম্যাচ খেরবে তারা। বিশ্বকাপে সুযোগ পায়নি এমন দলগুলোর বিপক্ষেই এখানে খেলার কথা রয়েছে। এর আগে আগামী বছরের মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসি, দিবালা, আগুয়েরোদের। যেখানে প্রতিপক্ষ হতে পারে বেলজিয়াম, মরক্কো, সৌদি আরবের মতো দেশগুলো।

রাশিয়ায় আর্জেন্টিনা দল পৌঁছাবে মূল আসর শুরু হওয়ার এক সপ্তাহ আগে। ব্রনিৎসি অনুশীলন মাঠে অনুশীলন করবে দলটি। প্রায় এক সপ্তাহের অনুশীলন শেষে ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু করবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।