
ক্রিকেট মাঠে অনেক ধরণের অদ্ভুত ঘটনা দেখা যায়। এবার সেখানে যোগ দিলো জিম্বাবুয়ে বনাম দক্ষিন আফ্রিকার ম্যাচ। চলতি মাসের ৯ অক্টোবর জিম্বাবুয়ে বিপক্ষে টস করা নিতে অদ্ভুত কান্ড ঘটান দক্ষিন আফ্রিকা। এই ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি টস না করে টসের দায়িত্ব তুলে দেন জেপি ডুমিনির হাতে।
কেননা এর আগে টানা ছয় বার টসে হেরেছে প্লেসি। তাই টস ভাগ্যের পরিবর্তন আনার জন্য ডুমিনির হাতে টস কয়েন তুলে দেন প্লেসি। যদিও সেই ম্যাচে একাদশে ছিলো না ডুমিনি।
টস জেতার পর অধিনায়ক বলেন, ‘বলা হয় অধিনায়কের শক্তি হল নিজের দুর্বলতা ধরতে পারা। সেই কারণে আমি ডুমিনিক টস করার বিশেষজ্ঞ হিসেবে নিয়ে এসেছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পুরো ঘটনা পোস্ট করে তিনি লিখেছেন, ‘যা করেছি, তাতে খুশি। খেলার সঙ্গে সঙ্গে কিছু মজাও তো দরকার। বিশেষ করে টি-টুয়েন্টি ক্রিকেটে। হয়তো নতুন কিছু শুরু করলাম। ডুমিনি হল আমাদের স্পেশ্যালিস্ট কয়েন টসার।’
