
নিজের নবম ফাইনাল নিশ্চিত করল সেরেনা। ইউএস ওপেন টেনিস তারোকা সেরেনা উইলিয়মাস নারী এককের ফাইনালে উঠেছেন। লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাসতোভাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে, ফ্লাশিং মিডোতে নিজের ৯ম ফাইনাল নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে আরেক সেমিতে স্বাগতিক ম্যাডিসন কেইসকে হারিয়ে, জাপানের প্রথম নারী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল নিশ্চিত করেছেন নাওমি ওসাকা।
এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন সেরেনা। প্রতি রাউন্ডেই যার ঝলক দেখা গেছে। সেই ধারা অব্যাহত ছিলো সেমিফাইনালেও। লাটভিয়ার সেভাসতোভা পাত্তাই পান নি ৩৬ বছর বয়সী সেরেনার সামনে। প্রথম সেট ৬-৩ ও পরের সেট ৬-০ গেমে জিতে, নিজের ৩১তম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালের মঞ্চে নাম লিখান সেরেনা। ফাইনালে অনেকগুলো রেকর্ড হাতছানি দিচ্ছে এই মার্কিন তারকাকে। এবার শিরোপা জিতলেই ক্রিস এভার্টকে পেছনে ফেলে, উন্মুক্ত যুগে একক ভাবে ইউএস ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়বেন তিনি।
এদিকে আরেক সেমিতে যুক্তরাষ্ট্রের ম্যাডিসনকে সরাসরি সেটে উড়িয়ে ইতিহাস গড়েছেন ওসাকা। জাপানের প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে নিশ্চিত করেছেন গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল।
