ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ থেকে নিজের নাম সরিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। এ বছর পবিত্র হজ পালন করবেন সাকিব আল হাসান। আর হজের মৌসুমেই হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এই জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ থেকে সরে এসেছেন সাকিব। আর সাকিবের চলে যাওয়ায় সুযোগ পেয়েছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

গত বছর সাকিব যোগ দেন বারবাডোজ ট্রাইডেন্টসে। ফ্র্যাঞ্চাইজিটি এবারো তাঁকে পাওয়ার আশা করলেও তা হচ্ছে না। আর তাই সাকিবের শূন্যতা পূরণে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে দলে টেনেছে ট্রাইডেন্টস।