
শেষের দিকে যখন ২৪ বলে ৫১ রান লাগে মাশরাফি কেবল মাত্র তার নিজের কোটা শেষ করে মুশফিকের সাথে চিন্তিত ভাবে কথা বলছেন কি করা যায়।কাকে বল করতে দিবেন। কি করলে ভালো হয় এমন কিছু,,,ঠিক তখনি তার পিছনে দিক দিয়ে নাচতে নাচতে হাজির সাকিব আল হাসান।
একদমই চাপমুক্তভাবে বল তুলে নিলেন হাতে,,,অনেকেই অবাক এই সময় স্পিন বল।তাও আবার ক্যাপ্টেন থেকে চেয়ে নেওয়া মানে এই ওভার খারাপ করলে সমালোচনার তীর বয়ে যাবে তার ওপর দিয়ে।
কিন্তু তিনি জানেন এই সময় কি করতে হয়,,,বল করতে এসে ডেথ ওভার বিবেচনায় দারুন একটি ওভার করলেন,এবং সাহস যোগালেন রুবেল,ফিজদেরকে,পরেরটুকু তো ইতিহাস হুম চিনে নেন এইটাই সাকিব আল হাসান চাপের সময় কিভাবে নিজেকে গুছিয়ে নিতে হয় এবং চাপমুক্ত হয়ে খেলতে হয় তার একটি উদাহরন সাকিব আল হাসান
