ঘটনাটা জুন ২০১৪ সালের। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ ভোমরা সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

ঠিক তার কিছুদিন পরই সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির একমাত্র ছেলে মেঘ বুঝিয়ে দিলেন সাকিব আল হাসানকে বাংলাদেশের বুড়ো থেকে ছোট বাচ্চারা পর্যন্তও কতটা ভালোবাসে।

মেঘের মামা নওশের রোমান ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের বার্তা প্রযোযোগ। তৃতীয় জন্মবার্ষিকীতে অতিথী হয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মামা নওশের রোমানের সাথে ছিলেন আট বছর বয়সের পিচ্চি মেঘও।

সবাইকে চমকে দিয়ে আট বছরের বাচ্চা মেঘ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিকে বলেছে, সাকিবের শাস্তি যেন তুলে নেন বিসিবি সভাপতি।

এ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মেঘের মামা নওশের রোমান। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান ও জনপ্রিয় টক শো আজকের বাংলাদেশের উপস্থাপক খালেদ মুহিউদ্দীন নাজমুলের সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেন নওশের রোমানকে।

আট বছর বয়সী মেঘ তখন বিসিবি সভাপতিকে সাকিবের নিষেধাজ্ঞা তুলে নিতে বলে। নওশের তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘মেঘ বোর্ড সভাপতিকে জিজ্ঞেস করে, “আপনি তো বিসিবি…।” পাপন ভাই বলেন, “হ্যাঁ”। তখন মেঘ আমাদের সবাইকে অবাক করে বলে উঠে, “আচ্ছা, আপনি কেন এখনো সাকিবকে মাফ করে দিচ্ছেন না… আমার অনুরোধ ওর শাস্তি কমিয়ে দিন”।’

ছোট্ট মেঘের কাছ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না নাজমুল। তিনি কিছুটা অবাকই হয়ে যান। তবে মেঘকে তিনি আশ্বস্ত করেন, ‘তুমি বলছো! ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওর শাস্তি তুলে নিব।’ মেঘ তখন বলে, ‘অনেক তো শাস্তি হয়েছে। সাকিব অনেক ভালো। ওর শাস্তি মাফ করে দেন, ও যেন খেলতে পারে। ও আমার সাথে দেখা করছে। ও আমার মা-বাবার এক্সিবিশনেও এসেছিল।’

স্নেহের পরশ বুলিয়ে নাজমুল তখন মেঘকে বলেন, ‘তুমি বলেছো এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না। আমি ওর শাস্তি তুলে নিব। আর তুমি ওকে বলবা ও যেন তোমার সঙ্গে সব সময় দেখা করে।’

ছোট্ট মেঘ বিসিবি সভাপতির কাছ থেকে বিদায় নেওয়ার সময়ও বলেছে, ‘আপনি আমাকে বলেছেন আপনি সাকিবকে মাফ করে দেবেন। আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করব মাফ করেছেন কি না।’

এ থেকেই বুঝা যায় সাকিব আল হাসান বাংলাদেশের সকল বয়সি মানুষের হৃদয়ের কতটা জায়গা দখল করে নিয়েছেন।