
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। আর প্রথম ম্যাচে পরাজিত হয়ে ব্যাটসম্যনদের দোষারোপ করেছেন সাকিব আল হাসান।
ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়ে সাকিব বলেন, “আমরা শুরুতে উইকেট হারিয়েছি, এটা একটা সমস্যা ছিল। আরেকটা ব্যাপার হল, আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। শুরুতে উইকেট হারানোর পরও আমার আর লিটনের একটা জুটি হয়েছিল। পাওয়ার প্লের শেষ ওভারে আমরা পরপর দুই বলে ফিরে যাই, এটা একটা বড় ধাক্কা ছিল।”
তিনি আরও বলেন, “এরপর মুশফিক ভাই, (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের একটা জুটি হয়েছিল, পরে মুশফিক ভাই আউট হয়ে গেলো। আমরা যেভাবে নিয়মিত উইকেট হারিয়েছি তার জন্য মোমেন্টামটা পাইনি। তাই বড় স্কোর করতে পারিনি। যেমন উইকেট ছিল, আর এটা যেমন মাঠ এখানে অন্তত ১৮০ রান যদি করতে না পারি তাহলে লড়াই করাই কঠিন। সেদিক থেকে আমরা অনেক রান কম করেছিলাম।”
উইন্ডিজের বিপক্ষে শেষ দুটি টি-টুয়েন্টি হবে ফ্লোরিডায়, ৪ ও ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৬ টায়।
