
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে বেশি পরিবর্তন আববে না ম্যানেজম্যান্ট৷ তবে দলে একটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া স্পিনার নাজমুল অপুর পরিবর্তে দলে আসতে পারে পেসার আবু হায়দার রনি৷ আফগানদের বিপক্ষে বল হাতে ভালো পারফর্মেন্স করেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ(সম্ভাব্য):
১) তামিম ইকবাল,
২) সৌম্য সরকার,
৩) লিটন দাস,
৪) সাকিব আল হাসান,
৫) মুশফিকুর রহিম,
৬) মাহমুদউল্লাহ,
৭) আরিফুল হক,
৮) মেহেদি মিরাজ,
৯) আবু হায়দার রনি,
১০) মোস্তাফিজুর রহমান,
১১) রুবেল হোসেন।
