
তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেটে পরাজিত হয়ে দ্বিতীয় ম্যাচে ১২ রানে জয়লাভ করে সিরিজ ১-১ এ সমতায় এনেছে বাংলাদেশ। আগামীকাল সকালে সিরিজ জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে বাংলাদেশ৷ খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।
এই ম্যাচে তেমন পরিবর্তন না আসলেও দুই ম্যাচেই ব্যর্থ সৌম্য সরকারের জায়গায় হয়তো দলে আসতে পারেন সাব্বির রহমান।
বাংলাদেশ একাদশ(সম্ভাব্য):
১) তামিম ইকবাল,
২) লিটন দাস,
৩) সাকিব আল হাসান,
৪) সাব্বির রহমান,
৫) মুশফিকুর রহিম,
৬) মাহমুদউল্লাহ,
৭) আরিফুল হক,
৮) মেহেদি মিরাজ,
৯) আবু হায়দার রনি,
১০) মোস্তাফিজুর রহমান,
১১) রুবেল হোসেন।
