
২০১৫ সালে পাকদের বিপক্ষে সোজাসাপটা বলে দেন সিরিজ জয়ের কথা। তা শুনে হেসেই ফেলেন মোহাম্মদ হাফিজ: এ কথা সে অতি আত্মবিশ্বাসে বলেছে। (৩-০ তে হোয়াইটওয়াশ করেছিলাম)।
২০১৭ সালে অজিদের বিপক্ষে টেস্ট জয়ের কথা বলেন। তা শুনে নাথান লায়ন অবাক হয়েছিলেন: আপনি এভাবে বলতে পারেন না। (১ম টাই আমরা জিতেছিলাম)।
এই টি২০ সিরিজেও তিনি উইন্ডিজদের প্রতি সম্মান রেখেই বলেন ‘আমাদের সম্ভাবনা আছে সিরিজ জয়ের’। তা শুনে আমিই হেসেছিলাম, শুধু আমি নই. আরো অনেকেই হেসেছেন। (২-১ তে সিরিজ জিতলাম)।

হা, সাকিব আল হাসান নামক এই লোকটি অাবেগে গাঁ ভাসিয়ে কিছু বলেন না। আর যেটা বলেন সেটা করে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যান। সেটা আরো একবার প্রমাণ করে দিলেন।
