
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পিছনে গুরুতপূর্ণ ভূমিকা রাখেছে সাকিব আল হাসান। এই সিরিজে দলকে ব্যাট ও বল হাতে দুর্ধান্ত খেলে হয়েছেন সিরিজ সেরা। সিরিজে রানের তালিকায় সবার উপরে বাংলাদেশী অধিনায়ক সাকিব আল হাসান । প্রথম ম্যাচে ১০ বলে খেলেন ১৯ রানের ঝড়ো এক ইনিংস। পরের ম্যাচে ৩৮ বলে করেন ৬০ রান। এরপর আজ ব্যাট হাতে ঝড় না তুলতে পারলেও ২২ বলে করেন ২৪ রান করে সর্বমোট ১০৩ রান করে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব।
সাকিব ছাড়াও সেরা পাঁচে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস।
টি-টোয়েন্টি সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানঃ-
১.সাকিব আল হাসান (বাংলাদেশ)-১০৩ রান।
২.আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)-৯৯ রান।
৩.তামিম ইকবাল (বাংলাদেশ)-৯৫ রান।
৪.লিটন দাস (বাংলাদেশ)-৮৬ রান।
৫.রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)-৮১ রান।
