
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এক ভক্তের দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছে। কিন্তু কেন এমন করল সাকিব?
তবে সোশ্যাল মিডিয়ায় এমন ক্যাপশন দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্যাপশনটি হলো, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব এক সমর্থককে অশ্লীল অঙ্গভঙ্গি করে মারমুখী হয়ে তেড়ে আসে।
ফেসবুক ও ইউটিউবসহ ভিবিন্ন প্ল্যাটফরমে ছড়িয়ে পরেছে এই ভিডিওটি।
কিন্তু ঘটনার সত্যতা কতটুকু? সাকিব ক্ষিপ্ত হয়েছে এই ঘটনাটি সত্য। তবে খোঁজ নিয়ে জানা গেছে , নিরাপদ সড়ক চাই এই ব্যাপারে কোন প্রশ্ন করা হয়নি সাকিবকে, ম্যাচ শেষে ক্লান্ত হওয়া সাকিবকে এক তরুণ বারবার বিরক্ত করছিলেন। সেই তরুনের ডাকে সাকিব সাড়া না দিলে তাঁকে বাজে কথা বলে। যার কারণেই ক্ষিপ্ত হন সাকিব।
ফ্লোরিডার স্টেডিয়ামে নিরাপদ সড়ক চাই লিখা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে গিয়েছিলেন শেখ মিনহাজ নামের এক ভক্ত। সাথে তাঁর বন্ধুরাও ছিলেন। শেখ মিনহাজ হোসেন ভিডিওর বিষয়ে জানান, সাকিব এক দর্শকের সাথে খুব রাগ করছেন, এমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে। ওখানে ক্যাপশন হচ্ছে যে, একজন লোক সাকিবকে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব তেড়ে গেছেন। তিনি বলেন, আসলে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন ছিল না। ওই লোক সাকিবের কাছে বারেবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছে।
এরপর আবার ভিডিও করতে চায়। সাকিব তখন ম্যাচ শেষে টায়ার্ড। সাকিব পারবে না বলে সামনে চলে যায়। লোকটা পিছন থেকে ‘ভাব মারায়’ বলে বাজে ভাষা ব্যবহার করে। সাকিব তখন চেতে ফেরত আসে! ওখানে নিরাপদ সড়ক আন্দোলন সংক্রান্ত কোনও প্রশ্ন ছিল না।’ অর্থাৎ সাকিব সহ্য করতে পারেননি কটূ কথা। যার কারণেই ক্ষেপে গিয়ে তেড়ে আসেন।
